বিহারে মদ নিষিদ্ধ করেছেন নীতিশ কুমার।
তবুও বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর ঘটনা বারবারই প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সে রাজ্যের ছপরায় বিষাক্ত মদ খেয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন বহু ব্যক্তি। নীতিশ কুমার রাজ্যবাসীকে সাবধান করে বললেন, মদ খেলে মরতে তো হবেই।
নীতিশের বার্তা, “বিহারের মতো ড্রাই স্টেটে (মদ নিষিদ্ধ করা রাজ্য) মদ কিনবেন না। কারণ অবৈধ উপায়ে আমদানি করা ভেজাল এবং বিষাক্ত (মদ) বিক্রি করার চেষ্টা হতে পারে।” তিনি জানিয়েছেন, মদ কিনতে গিয়ে ধরা পড়া কোনও গরিব মানুষকে গ্রেফতার করা হবে না। গ্রেফতার করা হবে মদ প্রস্তুতকারক এবং অবৈধ ভাবে মদ আমদানির সঙ্গে যুক্ত ব্যক্তিদের।