থাইল্যান্ডের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে ৩১ জন নৌসেনা নিখোঁজ হয়েছেন বলে বাহিনীটি জানিয়েছে। রবিবার থাইল্যান্ডের উপসাগরে ঝড়ের কবলে পড়ে ওই যুদ্ধজাহাজটি ডুবে যায়।
নিখোঁজ নাবিকদের উদ্ধার করতে থাইল্যান্ডের সামরিক বাহিনী হেলিকপ্টার, বিমান ও জাহাজ পাঠিয়েছে। সোমবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়্যাল থাই নৌবাহিনীর মতে, রবিবার গভীর রাতে এইচটিএমএস সুখোথাই ১০৬ জনকে বহন করছিল। এ সময় যুদ্ধজাহাজটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে তারা ৭৫ জন ক্রুকে উদ্ধার করেছেন কিন্তু ৩১ জন এখনো উত্তাল সমুদ্রে নিখোঁজ রয়েছেন।
এদিকে উদ্ধারকারী ক্রুরা জীবিতদের খুঁজে বের করার জন্য রাতভর কাজ করেছে এবং সোমবার অভিযান অব্যাহত রয়েছে বলেও নৌবাহিনী জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাহাজটি প্রচুয়াপ খিরি খান প্রদেশের ব্যাং সাফান থেকে মাত্র ৩২ কিলোমিটার (২০ মাইল) পশ্চিমে টহলরত অবস্থায় ছিল। পরে রোববার রাতে জাহাজটি ঝড়ের কবলে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটির মধ্যে পানি উঠে যাওয়ার পর এর কাঠামো পানিতে ভরে যায় এবং ইঞ্জিন রুমে শর্ট-সার্কিটের ঘটনা ঘটে।
সূত্র : আলজাজিরা