খা‌জিম আহ‌মে‌দের পরাম‌র্শে মুর্শিদাবাদে অনুষ্ঠিত চাতক সাহিত্য সম্মেলন

এক অনাড়‌াম্বর পুর্ণ মেদহীন প‌রি‌বে‌শের ম‌ধ্য দি‌য়ে ঐ‌তিহা‌সিক শহর মু‌র্শিদাবাদ লালব‌গে ১৭ ও ১৮ ডি‌সেম্বর অ‌শোক মহ‌লে অনু‌ষ্ঠিত হল সা‌হিত‌্য সম্মেলন, চাতক পুরস্কার ২০২২ ।


১৭ ডি‌সেম্বর প্রথম দিন স‌ম্মেল‌নের উ‌দ্বোধক হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন আ‌লিয়া বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের অধ‌্যাপক ড সাইফুল্লাহ শামীম, প্রধান অ‌তি‌থি ছি‌লেন সি‌টি হাসপাতা‌লের কর্ণধর চি‌কিৎসক আবুল কালাম আজাদ, সভাপ‌তিত্ব ক‌রেন লেখক গ‌বেষক সাধন কুমার র‌ক্ষিত । এ‌দিন বিষয় ভি‌ত্তিক আ‌লোচনা ক‌রেন বাংলার রে‌নেসাঁ সম্পাদক আ‌জিজুল হক, ড আসরফী খাতুন, কুনাল কা‌ন্তি দে, তা‌য়েদুল ইসলাম প্রমুখ ।
১৮‌ডি‌সেম্বর দ্বিতীয় দিন বিষয় ভি‌ত্তিক আ‌লোচনা ক‌রেন ক‌বিতা নি‌য়ে তৈমুর খান, ছোট গল্প নি‌য়ে অধ‌্যাপক স‌হিদুল ইসলাম, উপন‌্যাস নি‌য়ে ম‌নিরু‌দ্দিন খান, সংবাদপ‌ত্রে সা‌হিত‌্য চর্চা নি‌য়ে অনুপম অ‌ধিকা‌রি প্রমুখ ।

নবাবের দেশ মুর্শিদাবাদে পলাশী যুদ্ধের করুণ বিউগলের সুর এখানে আজও নীরবে শনশন শব্দে বেজে যায় সবুজ আম্রপল্লবের ছায়৷ এই সেই রাজ্য, যেখানে অস্তমিত হয়েছিল বাংলার আকাশ শাসন করা পরাক্রমশালী রক্তিম ললাটধারী স্বাধীনতার প্রভাকর। এক বেদনাবিধূর পরিণতির মধ্য দিয়ে পরাধীনতার শেকলে বন্দী সবিতা তার অশ্রুসিক্ত বদন নামিয়ে নিয়েছিল নিভৃতে। বেদনা বিজড়িত সেই ঐতিহাসিক শহরের লালবাগে গত ১৭-১৮- ই ডিসেম্বরে গঙ্গার আঁচল ঘেঁসে থাকা অশোক মহলে অনুষ্ঠিত হল, ঐতিহ্যবাহী সাহিত্য সংস্কৃ‌তি ও সমাজ গবেষণা বিষয়ক পত্রিকা চাতক এর ২২ বর্ষের সমাপ্তি হল ৮ম বার্ষিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সমৃদ্ধ এই আয়োজনে সামিল হয়েছিলেন দেশ বিদেশের কবি, সাহিত্যিক, গবেষক, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, বুদ্ধিজীবী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পত্রিকার মুখ্য উপদেষ্টা খাজিম আহমেদ এবং সম্পাদক শেখ মফেজুল সাহেবের নিরলস প্রচেষ্টায় দাঁড়িয়ে থাকা এই ফাউন্ডেশনটি বরাবরই বৃহত্তর সমাজ এবং বাংলা সাহিত্যের জন্য অনন্য অবদান রেখে চলেছে সুদীর্ঘ সময় ধরে। প্রাণবন্ত অনুষ্ঠানটির সূচনা হয় সম্পাদক শেখ মফেজুলের প্রাণবন্ত সঞ্চালনায় এবং পরবর্তীতে এতে গতি এনে দেন এলাকার স্বনামধন্য চিকিৎসক সাহিত্য অনুরাগী জনাব আবুল কালাম আজাদ ওড সাইফুল্লাহ শামীম সাহেব।


দুদিন ব্যাপী চলা এই আয়োজনে সম্মানিত করা হয় দুই বাংলার ১৩ জন গুণী কবি সাহিত্যিকদের।
প্রথম দিন চাতক সম্মাননা ২০২২ প্রদান কর‌া হয় সোনিয়া তাসনিম খান ( বাংলাদেশ) এস এম নিজামু‌দ্দিন (ভারত), অপূর্ব কুম‌ার সেন, মৌলানা নিজামুদ্দিন বিশ্বাস, মোকতার হো‌সেন মন্ডল, নিয়াজুল হক, রা‌ফিয়া সুলতানা, মাইনু‌দ্দিন সেখ, সহ মোট ১৩ জন‌কে চাতক সাহিত্য সম্মাননায় ভূষিত করা হয়।
দ্বিতীয় দিন চাতক পুরস্কার ২০২২ প্রদান করা হয়, ড আসরফী খাতুন ( ভারত) ড মহ, মুন‌কির হো‌সেন (ভারত), জহির উল ইসলাম ভারত), আব্দুস সামাদ, (ভারত) ।
ক‌বিতা অংশ নেন
সমীরণ খাতুন, সরফরাজ আলি, না‌দিরা খাতুন, ইম‌তিয়াজ ক‌বির, বিশ্ব‌জিত মন্ডল, প্রদীপ হালদার , সোনা‌লি আ‌দিত‌্য সহ আ‌রো অ‌নে‌কে । এমন সব গুণী কবিদের কন্ঠে বেজে যাওয়া কবিতার ছন্দ গঙ্গার বাতাসকে করে তোলে দারুণ ভাবে আলোড়িত। উপস্থিত গুণীভাজনদের বক্তব্যে বাংলা সাহিত্যের নতুন স্বর্ণালি যুগের গোড়াপত্তনের প্রত্যয়ের ঈঙ্গিত পাওয়া যায় অত্যন্ত বলিষ্ঠ ভাবে।

চাতক সম্মাননা ২০২২

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও