আবার গ্রাহকদের সতর্ক করলো আয়কর দপ্তর। শনিবার তারা একটি টুইট করে জানিয়েছে, আগামী ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে প্যান বা পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বরটি আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করাতে হবে। তা না হলে ১ এপ্রিল, ২০২৩ তারিখ থেকে অকেজো হয়ে যাবে প্যান কার্ড।
এক টুইটে আয়কর দফতর লিখেছে, ‘‘১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী, ২০২৩ সালের ৩১ মার্চের আগে দেশের সমস্ত প্যান কার্ড গ্রাহকদের বাধ্যতামূলক ভাবে প্যানের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে। যাঁরা তা করাবেন না, আগামী ১ এপ্রিল, ২০২৩ থেকে তাঁদের প্যান কার্ডটি আর কোনও কাজে লাগানো যাবে না।’’ আয়কর দফতর আরও লিখেছে, ‘‘যা বাধ্যতামূলক, তা দরকারিও বটে। তাই আর দেরি করবেন না। আজই প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করিয়ে ফেলুন।’