দুর্ঘটনায় জখম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদী। মঙ্গলবার দুপুরে কর্নাটকের মাইসুরুতে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গেছে, মার্সিডিজ বেঞ্জ গাড়িতে চেপে কর্নাটকের বান্দিপোরায় যাচ্ছিলেন প্রহ্লাদ মোদী। গাড়িতে ছিলেন প্রহ্লাদের স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং নাতি। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ডিভাইডারে ধাক্কা দেয় গাড়িটি। পিছনে ছিল কনভয়।