শাহীন গ্রুপের প্রতিষ্ঠাতা ড: আবদুল কাদিরকে দেওয়া হচ্ছে গৌড়া পুরস্কার( “Gowda Award”)। সুভাষ চন্দ্র পাতিল মেমোরিয়াল জনকল্যান ট্রাস্টের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হবে।
ট্রাস্টের সভাপতি শারাঙ্গৌদা পাতিল পালার মতে, শিক্ষা ও জাতীয় উন্নয়নের ক্ষেত্রে ডঃ আব্দুল কাদিরের অবদান অসাধারণ।
পুরস্কারের সাথে একটি স্বর্ণপদক, একটি ফলক এবং পুরস্কারের অর্থ থাকে। আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে দশটার সময় কর্নাটকের এসএম পন্ডিত নাট্যশালা, কালবুরগীতে পুরস্কার দেওয়া হবে।