বড়দিনে আছড়ে পড়েছিল ‘বম্ব সাইক্লোন’। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০ জন। ৪ দিন কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। পারদ নেমে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস। বছর শেষে রীতিমতো লন্ডভন্ড অবস্থা বহু এলাকার। এর মাঝেই অবাক করা দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। তুষারঝড়ের জেরেই জমে গিয়েছে নায়াগ্রা জলপ্রপাত। সাদা বরফে মোড়া জলপ্রপাতের ছবি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নায়াগ্রা পার্ক কর্তৃপক্ষের দাবি, জলরাশি বিপুল হওয়ায় কখনই তা পুরোপুরি জমে যাওয়া সম্ভব নয়। তবে জলপ্রপাতের উপরের অংশের জলরাশি জমে গিয়েছে। শুধু তাই নয়, গত কয়েকদিনে এই জলপ্রপাতের জল যে গতিতে নীচে আছড়ে পড়ে, যা বেশ কিছুটা কমেছে। উপরিভাগ বরফে পরিণত হলেও জলপ্রপাতের স্রোত এখনও বয়ে চলেছে। নায়াগ্রা জলপ্রপাতের এমন নৈসর্গিক রূপ দেখার জন্য ভিড় জমাচ্ছেন পর্যটকরাও।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার তুষার ঝড়ের কারণে জমে গিয়েছে নায়াগ্রা। গত শতাব্দীর ৬০ এবং ৭০-র দশকে এমন রূপ ধরা পড়েছিল ক্যামেরায়।