যুদ্ধ বন্ধে রাশিয়ার তরফে যেসব শর্ত দেওয়া হয়েছে সেগুলো মেনে নেওয়া ইউক্রেনের পক্ষে সম্ভব নয়। গত মঙ্গলবার এমন মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।
ব্রাজিল থেকে ফেরার সময় ফ্লাইটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেভলুত কাভুসোগলু বলেন, আমি জানি না রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বৈঠক হবে কিনা। যুদ্ধের শুরুতে কূটনীতির সুযোগ ছিল। এখনও সেই সুযোগটি পুরোপুরি বাতিল হয়ে যায়নি। তবে শর্তগুলো কঠিন। এ বছর আন্টালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সম্ভাবনা ক্ষীণ বলেও জানান তিনি। উল্লেখ্য, রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিচ্ছে তুরস্ক। অন্যদিকে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রফতানি নিশ্চিত করার জন্য জাতিসংঘের সঙ্গে মিলিত হয়ে মধ্যস্থতা করেছে দেশটি। ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা নেতাদের অন্যতম হলেন এরদোয়ান। ইতোমধ্যেই দুই নেতার মধ্যে কয়েক দফা ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।