হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পা টিপে দিচ্ছেন দলেরই এক নেত্রী! এই ছবি ভাইরাল হতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয় হুগলিতে।
বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউয়ের কটাক্ষ, ‘‘বিধায়কের পদসেবা করলে তবেই পদ এবং ভোটের টিকিট পাওয়া যায়।’’
তবে বিধায়ক অসিতের সাফাই, তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে,সেলাই পড়েছে একশ আটটি। সেই অবস্থায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে গিয়ে গিয়ে প্রচণ্ড পা ব্যথা হয় তাঁর। অসিত বলেন, ‘‘দলের কর্মী হিসাবে নয়, এক জন মেয়ে, এক জন বোন হিসাবে পা টিপে দিয়েছেন রুমা। এতে অন্যায় কিছু নেই। বিজেপির আহাম্মকরা কোনও শিক্ষা পায়নি তাই এ সব বলছে।’’
ছবিতে যাকে বিধায়কের পা টিপতে দেখা যাচ্ছে সেই রুমা দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সদস্যা। বিজেপির সুরেশের অভিযোগ, তৃণমূল বিধায়ক দলেরই এক নেত্রীর সঙ্গে ‘দাসী-বাঁদির মতো আচরণ’ করেছেন। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিধায়ক।