সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নভোচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন সুলতান আল-নিয়াদি। তিনি যখন মহাকাশে অবস্থান করবেন, তখন রোজা চলবে। গত বুধবার তিনি বলেছেন, মহাকাশে থাকায় তার রোজা রাখার প্রয়োজন হবে না।
সুলতান আল-নিয়াদির বয়স ৪১ বছর। আগামী ২৬ ফেব্রুয়ারি স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাওয়ার কথা রয়েছে তার। তিনি সেখানে ছয় মাস থাকবেন। মহাকাশ যাত্রায় তার সঙ্গী হবেন মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) স্টিফেন বোওয়েন, ওয়ারেন হবার্গ ও রাশিয়ার আন্দ্রে ফেদইয়েভ। এক সংবাদ সম্মেলনে সুলতান আল-নিয়াদির কাছে জানতে চাওয়া হয়, যখন মহাকাশ স্টেশনে থাকবেন, তখন আপনি কীভাবে রোজা রাখবেন? জবাবে মুসলিম এই নভোচারী বলেন, ‘মহাকাশে অবস্থান করার সময় আমি একজন ভ্রমণকারী হিসেবে বিবেচিত হব, তখন রোজা রাখা আমার জন্য বাধ্যতামূলক হবে না। এমনকি আপনি যদি ভালো বোধ না করেন, তাহলেও আপনার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়।’ সুলতান আল-নিয়াদি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় নভোচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন। এর আগে ২০১৯ সালে দেশটির প্রথম নভোচারী হিসেবে আট দিন মহাকাশে কাটিয়েছেন হাজ্জা আল-মানসুরি।