বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রুতি রক্ষা হয়নি বলে অভিযোগ। জানা গেছে, কেন্দ্রীয় সরকারের চাকরিতে গোটা দেশে এখন যে প্রায় দশ লক্ষ পদ শূন্য পড়ে আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ফাঁকা পদ রয়েছে রেল মন্ত্রকে। প্রায় ২.৯৩ লক্ষ পদ খালি রয়েছে রেলে। সীমান্ত এবং দেশের অভ্যন্তরীণ সুরক্ষার দায়িত্ব যে দুই মন্ত্রকের, শূন্য পদের নিরিখে সেই প্রতিরক্ষা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যথাক্রমে রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। কিন্তু প্রশ্ন উঠছে, এই বিরাট সংখ্যক শূন্যপদে নিয়োগ হবে কবে?
রাজ্যসভাতে আপ সাংসদ সঞ্জয় সিংহের করা প্রশ্নের উত্তরে কর্মিবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, এই মুহূর্তে গোটা দেশে সরকারি চাকরিতে ৯,৭৯,৩২৭টি পদ খালি রয়েছে। তার মধ্যে সব থেকে বেশি শূন্য পদ রয়েছে রেলে। সংখ্যাটি হল ২,৯৩,৯৪৩। প্রতিরক্ষা মন্ত্রকে শূন্য পদ ২,৬৪,৭০৬টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে খালি রয়েছে ১,৪৩,৫৩৬টি পদ।