গত অক্টোবরে মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছিলে কেন্দ্রীয় সরকার। বেড়েছিল ৪ শতাংশ। এ বার ফের ডিএ বাড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সংবাদসংস্থা পিটিআই দাবি করেছে, খুব তাড়াতাড়ি আরও ৪ শতাংশ ডিএ বাড়াবে কেন্দ্রীয় সরকার। তা কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। তাতে মোট ডিএ প্রাপ্তি হবে মূল বেতনের (বেসিক) ৪২ শতাংশ।