দীর্ঘ আলোচনার পর পুনরায় ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি নির্বাচিত হলেন মনসা সেন। দলটির কেন্দ্রীয় সভাপতি ড: এসকিউআর ইলিয়াস ও মহারাষ্ট্রের সভাপতি মুহাম্মদ আকিবের উপস্থিতিতে এই নির্বাচন হয়।
জানা গেছে, রাজ্য ওয়ার্কিং কমিটি নির্বাচন করতে গোটা রাজ্য থেকে এসজিসি মেম্বার এসেছিলেন। তারাই রাজ্য সভাপতি নির্বাচন করেন। এদিন রাজ্য সভাপতি হিসেবে ৮ জনের নাম প্রস্তাব করেন মেম্বাররা। পরে ওই আটজনকে একে একে বাইরে বের করে আলোচনা শুরু হয়। অবশেষে ফাইনাল ভোট হয়। সেই ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, মনসা সেন বিপুল ভোটে জয়ী হয়ে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি হয়েছেন।