ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আদিয়ামান শহরের একটি ধ্বংসস্তূপ থেকে ৭৭ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ধ্বংসস্তূপটিতে ২১২ ঘণ্টা আটকে ছিলেন।
আজ বুধবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
তুরস্কের সংবাদমাধ্যম জানায়, ওই নারীর নাম ফাতমা গুঙ্গর। তাকে রাতভর চলা উদ্ধার তৎপরতায় মঙ্গলবার আদিয়ামান শহরের একটি সাততলা অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়।
ভিডিওতে দেখা গেছে, অক্সিজেন মাস্ক পরা অবস্থায় স্ট্রেচারে করে তাকে উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসাবশেষ থেকে বের করে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছেন। পরে গুঙ্গরের স্বজনেরা উদ্ধারকর্মীদের আবেগ ও আনন্দে জড়িয়ে ধরেন।
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার নবম দিনে আরও ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। ইতোমধ্যে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্কেই নিহত হয়েছেন ৩৫ হাজার ৪১৮ জন। সিরিয়ায় নিহত হয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি। বেঁচে যাওয়া অনেক গৃহহীন হয়ে পড়েছেন। তবে তীব্র শীতের মধ্যে মানবেতর দিন কাটাচ্ছেন ভূমিকম্প কবলিত এলাকার মানুষ। সমকাল