সকাল থেকে ত্রিপুরায় ৬০ আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোট প্রক্রিয়া। গণনা আগামী ২ মার্চ।
এদিকে নির্বাচনে শাসক বিজেপি ৫৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া বিজেপির জোটসঙ্গী ইন্ডিজিনিয়াস পিপলস্ ফ্রন্ট অফ ইন্ডিয়া (আইপিএফটি) প্রার্থী দিয়েছে ৬টি আসনে। বাম-কংগ্রেসের জোট পার্থী দিয়েছে ৪৭টি ও ১৩টি আসনে। তৃণমূল কংগ্রেস ২৮টি আসনে প্রার্থী দিয়েছে। জনজাতি দল তিপ্রা মথাও প্রার্থী দিয়েছে ৪২টি আসনে।