‘তসলিমা নাসরিন- এই নামটি দেখার পর কর্তৃপক্ষ বই প্রকাশের অনুমতি দেননি? অভিযোগ

 

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে লিখেছেন,”
আজ খবর পেলাম, কলকাতা বইমেলায় আমার ”আমি প্রাণ পেতে রই” বইটির উদবোধন করতে চেয়েছিলেন রেনেসাঁসের প্রকাশক। কিন্তু তসলিমা নাসরিন —এই নামটি দেখার পর কর্তৃপক্ষ অনুমতি দেননি। এমন ঘটনা আমার কাছে নতুন কিছু নয়। আমি আর এসবে অবাক হই না।

কলকাতায় তো এর আগেও আমার বই উদবোধনের জন্য অডিটোরিয়াম ভাড়া নেওয়ার পরও প্রকাশককে অডিটোরিয়াম দেওয়া হয়নি, কারণ বইটি আমার বই। আকাশ আটের মেগাসিরিয়াল বন্ধ করে দিয়েছিল সরকার বাহিনী, কারণ মেগাসিরিয়াল লিখেছিলাম আমি।

যেহেতু আমার লেখালেখি, আমার বিশ্বাস এবং আদর্শ অনেকের পছন্দ নয়—যদি কেটে টুকরো টুকরো করে বাঙালিরা আমাকে কোনওদিন পদ্মায় বা গঙ্গায় ভাসিয়ে দেয়, আমি অবাক হবো না।”

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও