প্রলয়ংকরী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা অর্ধ লাখ ছাড়িয়ে যাবে, এই আশংকা আগেই করা হয়েছিল। এবার সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল জু়ড়ে আঘাত হানে রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। এর পর থেকে চলছে স্থানীয় ও আন্তর্জাতিক দলের সমন্বিত উদ্ধার অভিযান।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আশঙ্কা প্রকাশ করেছিলেন, ভয়াবহ ওই ভূমিকম্পের জেরে মৃত্যু ৫০ হাজার ছাড়াবে।
সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত তুরস্কে ৪৪ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯১৪ জনের। সব মিলিয়ে ৫০ হাজার ছাড়িয়েছে প্রাণহানি।
ভূমিকম্পের পর থেকে হাজার খানেক আফটারশকে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। কাহরামানমারাস প্রদেশে ৯ হাজার ১৩৬টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
জাতিসংঘের হিসাবে, তুরস্কেই ভেঙে পড়েছে ২ লাখ ৬৪ হাজার বাড়ি। সিরিয়াতেও অন্তত হাজার পঞ্চাশেক বাড়ি ভেঙে পড়েছে বলে অনুমান ত্রাণকর্মীদের। প্রায় এক কোটি ৩৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের পর থেকে ১১ হাজার ৪০০ এরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকর্মী কাজ করছে।