গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬

 

 

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮৫ জন। দেশটির ফায়ার ব্রিগেডের বরাতে সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় লারিসা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

থেসালি অঞ্চলের গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্টোস স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী যাত্রীবাহী একটি ট্রেন এবং থেসালোনিকি থেকে লরিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়।

অ্যাগোরাস্টোস বলেন, প্রায় ২৫০ যাত্রীকে নিরাপদে থেসালোনিকিতে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল গিয়ে কাজ শুরু করে। ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে প্রথম দুটি বগি দুমড়ে-মুচড়ে গেছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেছেন, এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃতদেহ পাওয়া গেছে। দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও