পুরনো একটি বোমাবাজির মামলায় এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার মুখে পড়লো নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ। জানা গেছে, দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম হয়েছেন কালীগঞ্জ থানার ওসি সৌরভ চক্রবর্তী-সহ তিন পুলিশকর্মী। আহত পুলিশকর্মীদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। অন্য দু’জনের চিকিৎসা সেখানে হলেও ওসি সৌরভকে শক্তিনগর জেলা হাসপাতাল থেকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে।