জার্মানির উত্তরাঞ্চলের হামবুর্গ শহরে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।
হামবুর্গ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামবুর্গ শহরের গ্রোস বরস্টে ডিস্ট্রিক্টে ডিয়েবুগা নামক সড়কে অবস্থিত একটি গির্জায় বন্দুক হামলার এ ঘটনা ঘটে। তবে হামলাকারী একজন নাকি একাধিক, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারী ব্যক্তিদের ধরতে পুলিশ ও নিরাপত্তাবাহিনী অভিযান শুরু করেছে।
হামলার পর গির্জার চারপাশ ঘিরে ফেলেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। ওই এলাকা ‘চরম বিপজ্জনক’ ঘোষণা করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে পুলিশ স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকতে এবং ওই এলাকায় চলাচল এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়।
বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে পুলিশ। এর মধ্যে কাউকে অ্যাম্বুলেন্সেও নিয়ে যাওয়া হয়েছে। অ্যাম্বুলেন্সে যাঁদের নিয়ে যাওয়া হয়েছে, তাঁরা হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ হামলায় নিহত ব্যক্তির সংখ্যা না জানালেও জার্মানির সংবাদমাধ্যমগুলো জানায়, এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হন সাতজন।
স্থানীয় পুলিশ টুইটারে বিবৃতি দিয়ে জানিয়েছে, হামলার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। লোকজনকে অনুমান ও গুজব না ছড়ানোর জন্য আহ্বান জানায় পুলিশ। প্রথম আলো