আমদাবাদ টেস্ট ঘিরে নতুন বিতর্ক। মহম্মদ শামিকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলেন দর্শকদের একাংশ। ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার আমদাবাদ টেস্টের প্রথম দিন। ফিল্ডিং করতে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে বাংলার জোরে বোলারও। সে সময় গ্যালারি থেকে কয়েক জন দর্শককে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শোনা যায়। কয়েক জন শামির নাম করেই চিৎকার করেন। শামি বা ভারতীয় দলের অন্য ক্রিকেটাররা অবশ্য কোনও প্রতিক্রিয়া দেখাননি। শুধু সূর্যকুমার যাদবকে দেখা যায় হাত জোড় করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া দর্শকদের চুপ করার অনুরোধ করতে। ভারতের বাকি ক্রিকেটাররা গ্যালরির দিকে ফিরেও তাকাননি সে সময়। আনন্দবাজার অনলাইন