সংখ্যালঘু মুসলিম সহ পিছিয়ে পড়া মানুষের সাংবিধানিক অধিকার আদায়ে আমাদের আরও বেশি সংঘবদ্ধ লড়াই করতে হবে, রবিবার হুগলির খানাকুলের ছত্রশাল বাজারে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন ও এসসি এসটি ওবিসি সংগ্রামী মঞ্চের উদ্যোগে এক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান। মহঃ কামরুজ্জামান আরও বলেন, বর্তমান সময়ে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে সরকার বিভিন্ন প্রকল্পের ব্যবস্থা করলেও তাদেরকে বঞ্চিত করে সুবিধাভোগী নেতা মন্ত্রীরা নিজেদের আখের গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েছে। সরকারি সুবিধা ভোগ করছেন বিত্তশালীরায়, ফলে গরীব মানুষ আরও গরীব হচ্ছেন বিত্তশালীরা আরও বিত্তবান হচ্ছেন। এই অবস্থা চলতে থাকলে খুব শীঘ্রই আমরা বঞ্চিতদের সাথে নিয়ে বিডিও, এসডিও, ডিএম অফিসে অভিযান করবো। তিনি আরও বলেন সরকার ও সংবিধান পিছিয়ে পড়া মানুষের জন্য যে শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করেছে তা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়োগ সংস্থা কার্যকরী করছে না তাদের বিরুদ্ধে আমাদের আরও জোরদার লড়াই আন্দোলন করতে হবে। এবং নিজেদের অধিকার বিষয়ে পিছিয়ে পড়া মানুষকে আরও বেশি সচেতন করে তুলতে হবে।
এদিন সভায় বক্তব্য রাখেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সহ সম্পাদক শিক্ষক আলি আকবর, সহ সভাপতি জানে আলম মল্লিক, হাওড়া জেলা সম্পাদক সেখ আব্দুর রহিম, কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মল্লিক, সেখ আসতাব আলি সহ বিশিষ্টজনেরা। সমগ্র সভাটি পরিচালনা করেন হুগলি জেলা সম্পাদক আসরফ আলি মোল্লা।