নিজস্ব প্রতিবেদক:
নদিয়ার করিমপুরের প্রত্যন্ত গমাখালী এলাকায় প্রকাশিত হল রেবাউল মন্ডলের প্রথম কাব্য ‘ সুলতানা ‘। নারী শক্তিকে বিশেষ মর্যাদা দিয়ে তিনি কাব্যটি উৎসর্গ করেছেন বিশ্বের সৎ সাহসী নারীদের। সুলতানার মোড়ক উন্মোচন করেন দর্পণ মুখের খোঁজে পত্রিকার সম্পাদক দেবজ্যোতি কর্মকার, কবি ও সাংবাদিক মোকতার হোসেন মন্ডল, করিমপুরের শিক্ষক – বুদ্ধিজীবী সন্দীপ ঘোষ, লেখক অমিত দাস ,দীপঙ্কর বিশ্বাস, শিশু মিত্র, নির্মল বিদ্যালয় সহ একাধিক পুরস্কার প্রাপক সাহাবুদ্দিন মন্ডল, শিক্ষক ইউসুফ মন্ডল, মনিরুল ইসলাম, সমাজসেবী নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন এলাকার জনপ্রিয় বুদ্ধিজীবী আব্দুর রউফ মুন্সী।
কবি রেবাউল মন্ডল বলেন, ‘ছোট থেকে ছড়া-কবিতা লিখতাম। একদিন মা বলল সব লেখা গুলি একত্রিত করে একটি বই করলেই তো পারিস। মায়ের সেই অনুপ্রেরণায় আজ ‘সুলতানা’র আত্মপ্রকাশ। যা গোটা বিশ্বের সৎ সাহসী নারীদের উৎসর্গ করেছি। পরিবারের সহযোগিতা ছাড়া এ কাজ সম্ভব ছিল না। জীবনে কাব্য লিখবো, কাগজে বের হবে, কোনদিন ভাবিনি। আজ খুব ভালো লাগছে।
অনেকে শহর কেন্দ্রিক বই প্রকাশ করেন। কিন্তু নিজের গ্রামেও যে নিজের কাব্য প্রকাশিত হতে পারে সেটা প্রমাণ করেছেন রেবাউল মন্ডল। সন্দীপ ঘোষ বলেন, কবিতার শক্তি এটাই যে প্রত্যন্ত গ্রামে বসে দিল্লীর কথা, তুরষ্কের কথা, পৃথিবীর সব কথা লেখা যায়। রেবাউল গ্রামে বসে সেটা করেছে।
বইটি কলকাতার ছাত্র বন্ধু প্রকাশন থেকে প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক মুহাম্মাদ নুরুদ্দীন।