রমজান উপলক্ষে চীনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় উইঘুর ও মিয়ানমারের নির্বাসিত মুসলিম রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ সংহতি প্রকাশ করেন।
বিবৃতিতে বাইডেন বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা নির্যাতিত। সংখ্যাগরিষ্ঠ উইঘুর মুসলিম সম্প্রদায় নির্যাতিত হচ্ছে চীনে। রোহিঙ্গারা নির্যাতিত হচ্ছে মিয়ানমারে। যুক্তরাষ্ট্র সকল মজলুম মুসলমানের প্রতি সংহতি প্রকাশ করছে।
বিবৃতিতে বলা হয়, আমেরিকার মুসলিমরা যুগ যুগ ধরে আমাদের দেশের ধর্মীয় বৈচিত্র সুদৃঢ় করে আসছে। আসুন, আমরা ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্রের মাঝে ঐক্য গড়ে তুলি। আমরা পরস্পর ন্যায়-নিষ্ঠা, সহানুভূতি, সহনশীলতা ও ভালোবাসা পুনর্ব্যক্ত করি।
বিবৃতির শেষদিকে বিশ্বের সকল মুসলিমের প্রতি, বিশেষভাবে আমেরিকার মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানান বাইডেন। তিনি বলেন, আপনাদের প্রতি রমজানের শুভেচ্ছা। আপনারা স্বাচ্ছন্দ্য ও কল্যাণপূর্ণ রমজান যাপন করেন, প্রত্যাশা করি।
সূত্র : আলজাজিরা মুবাশ্বির