ইসরাইলি বাহিনীর কঠোর প্রতিবন্ধকতা সত্ত্বেও রমজানের প্রথম জুমায় ফিলিস্তিনের পবিত্র আল-আকসা মসজিদে এক লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন। খবর আলজাজিরার।
স্থানীয় সময় শুক্রবার ভোর থেকেই ফিলিস্তিনের নানা প্রান্ত থেকে অসংখ্য মুসল্লি মসজিদ অভিমুখে রওনা হন। কাঁটাতার, দেয়াল ও ইসরাইলি বাহিনীর প্রতিবন্ধকতা পবিত্র এ মসজিদে আগমনে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
মিডিয়া সূত্র জানায়, এদিন মসজিদের চতুর্পাশ মুসল্লিদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে। গেটের বাইরে অপেক্ষমান মুসল্লিদের ‘আল্লাহু আকবার’ ধ্বনি সেখানে এক ভিন্নরকম স্বর্গীয় আবহ সৃষ্টি করে।
মসজিদুল আকসার খতিব শায়খ মোহাম্মদ সালিম বলেন, ‘রমজান মুসলিমদের কাছে শান্তি ও সম্প্রতির মাস।’
জুমার খুতবায় মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, ‘আল-আকসায় আপনাদের আজকের সমাবেশ তার প্রতি আপনাদের বাস্তব সমর্থনের নমুনা। এটিই প্রামাণ করে- আল-আকাসা আপনাদেরই।’
সূত্র : আলজাজিরা