কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস সি-ভোটার সমীক্ষায়

কর্ণাটক বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরেই প্রাক-নির্বাচন সমীক্ষা বেরিয়ে এসেছে। এবিপি সি-ভোটার সমীক্ষায় বলা হয়েছে, এবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পাবে।

সি-ভোটার সমীক্ষায় বলা হয়েছে ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস 115-127, বিজেপি 68-80 এবং জেডিএস 23-35 আসনে জিতবে।

মুখ্যমন্ত্রী প্রার্থীদের ভোটার প্রবণতা:
এবিপির সি- ভোটার সমীক্ষা বলছে, মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারামাইয়াকে চান 39.1%; বাসভরাজা বোমাই 31.1%; কুমারস্বামী 21.4%; ডি কে শিবকুমার 3.2% মানুষ।

 

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও