মায়ানমারের সাগাংই অঞ্চলে একটি কমিউনিটি হলে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী। গত মঙ্গলবারের হামলায় নারী ও শিশুসহ ১০০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় সামরিক বাহিনীর মুখপাত্র জাও মিন তুন গভীর রাতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, পা জি গি গ্রামে বিদ্রোহী গোষ্ঠীর একটি অফিস উদ্বোধনের সময় এ হামলা চালানো হয়। গত মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এই মুখপাত্র আরও বলেন, নিহতদের মধ্যে কয়েকজন ইউনিফর্ম পরা অভ্যুত্থানবিরোধী যোদ্ধা ছিল। তবে বেসামরিক পোশাক পরা কিছু লোকও থাকতে পারে। সামরিক বিমান হামলায় এত লোক নিহতের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, পিপল’স ডিফেন্স ফোর্সেস পিডিএফ বিদ্রোহী গোষ্ঠী সেখানে মাইন পুতে রাখার কারণে হতাহত বেড়েছে। উদ্ধারকারীদের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত ৮০ টি লাশ উদ্ধার করা হয়েছে। হামলা ভয়াবহ হওয়ার কারণে সংখ্যা আরও বাড়তে পারে। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার ভোরে জঙ্গিবিমান কমিউনিটি হলে বোমা বর্ষণ করে। বেঁচে থাকা লোকদের লক্ষ্য করে কিছুক্ষণ পর হেলিকপ্টার থেকে গোলাবর্ষণ চালালে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়। অঞ্চলটির সাবেক বিধায়ক উ নে জিন লাত ইরাবতি সংবামাধ্যমকে বলেছেন, শিশুসহ কমপক্ষে বহু লোক প্রাণ হারিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। (বিবিসি , আল জাজিরা ,এএফপি, নিউজ এজেন্সি, এপি)