আফগানিস্তানে গত শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। ঈদ উপলক্ষে দেশটির দুটি প্রদেশে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করে তালেবান।
শুক্রবার একই ধাঁচে লেখা আলাদা দুটি নির্দেশনাপত্রে বলা হয়, ‘ঈদুল ফিতরের দিনগুলোতে নারীদের দলবদ্ধভাবে বাইরে যাওয়া নিষেধ।’ শুধু তাখার ও বাঘলান প্রদেশে এ নির্দেশনা জারি করা হয়।
চলতি মাসের শুরুর দিকে আফগানিস্তানের হেরাত প্রদেশে বাগান ও সবুজে ঘেরা রেস্তোরাঁগুলোতে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করে তালেবান কর্তৃপক্ষ। হিজাব না পরা এবং নারী-পুরুষ একসঙ্গে মেলামেশা নিয়ে আপত্তি জানিয়ে এ নিষেধাজ্ঞা জারি হয়।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকে স্থানীয় ও বিদেশি সংস্থাগুলোতে নারীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্যায়ামাগার ও জনসমাগমের এলাকায় তাঁদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে।
নানগারহার প্রদেশে আন্তর্জাতিক সংস্থাগুলোতে নারী ত্রাণকর্মীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ব্যাপক সমালোচনার পরও জাতিসংঘে নারীদের কাজ করার ওপর দেওয়া নিষেধাজ্ঞা অব্যাহত আছে। এ ছাড়া নারী শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণির বেশি পড়াশোনার ওপরও নিষেধাজ্ঞা বলবৎ আছে। প্রথম আলো