জামায়াতে ইসলামী হিন্দের সর্বভারতীয় প্রেসিডেন্ট তথা আমীর হিসেবে সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনী পুনরায় নির্বাচিত হলেন। ২০২৩-২৭ কর্মমেয়াদের জন্য তাঁকে নির্বাচিত করেন জামাআতের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ১৬২ জন সদস্য। এর মধ্যে ৩৬ জন মহিলা সদস্যাও রয়েছেন।
জামাআতের নিউ দিল্লিতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে ২৬ এপ্রিল থেকে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের চারদিনের মিটিং শুরু হয়। এই অধিবেশনে ২৪ জন কেন্দ্রীয় মজলিসে শূরা তথা পরামর্শ পরিষদের সদস্য নির্বাচিত হন। পরামর্শ পরিষদের সঙ্গে আলোচনা করে কেন্দ্রের বিভিন্ন পদাধিকারীদের নিয়োগ দেবেন জামাআতের আমীর।
সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনী ২০১৯-২০২৩ কর্মমেয়াদে সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। উল্লেখ্য, তিনি মাওলানা জালালউদ্দীন উমরী (রহ.) সাহেবের পরে আমীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সাদাতুল্লাহ হুসাইনী স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় প্রেসিডেন্টের দায়িত্ব দু-বার পালন করেছেন। বিভিন্ন ফোরাম, প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন ইসলামী চিন্তাবিদ ও সুবক্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন। উর্দূ, ইংরেজীতে ২০০-রও বেশি নিবন্ধ লিখেছেন এবং তা প্রকাশিত হয়েছে। বিভিন্ন বিষয়ের ওপর ২৩টি পুস্তক রচনা করেছেন।
তেলেঙ্গানা রাজ্যের মাহবুবনগরে ১৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। মহারাষ্ট্রের নানদেড় থেকে ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনে ডিগ্রি অর্জন করেছেন।
জামায়াতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় মজলিশে শুরায় যারা নির্বাচিত হলেন-
১. টি আরিফ আলি
২. ইঞ্জিনিয়ার মুহাম্মদ সেলিম
৩. মুহাম্মদ জাফর
৪. ড: এস কিউ আর ইলিয়াস
৫. মাওলানা রাজিউল ইসলাম নাদভি
৬. এস আমিনুল হাসান
৭. মালিক মোতাসিম খান
৮. হাসান রাজা
৯. ড: মুজতবা ফারুক
১০. মাওলানা ওয়ালীউল্লাহ ফালাহী
১১. আব্দুল জাব্বার সিদ্দীকী
১২. সালিম খান
১৩. এ রাহমানুন্নিসা
১৪ মাওলানা ইকবাল মোল্লা
১৫. আতিয়া সিদ্দীকী
১৬. মুহিউদ্দীন গাজী
১৭. এম আই আব্দুল আজিজ
১৮. তানভীর আহমেদ
১৯. ড: আব্দুস সালাম আহমেদ
২০. সাব্বির আলম খান
২১. মালিক ফয়সাল ফলাহি
২২. ইজাজ আহমেদ আসলাম
২৩. ফাহেমুদ্দিন আহমেদ
২৪. ড: তোহা মাতিন