উচ্চ মাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, সংখ্যালঘু মুসলিম ৫

 

চলতি বছরে উচ্চ মাধ্যমিক মোট পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পাশের হার ৮৯.২৫। এর মধ্যে ছেলেদের পাশের হার ৯১ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৬ শতাংশ। ১১টি জেলায় পাশের হার ৯০ শতাংশরও বেশি।
এক থেকে দশের মধ্যে জায়গা করেছেন ৮৭ জন। এর মধ্যে সংখ্যালঘু মুসলিম ৫ জন।

৪৯৫ পেয়ে দ্বিতীয় আবু সামা, রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুল (উত্তর দিনাজপুর)।

৪৯১ পেয়ে ষষ্ঠ সহেলি আহমেদ, কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুল (আলিপুরদুয়ার)।

৪৮৯ পেয়ে অষ্টম স্থানে সায়েদ সাকলেন কবীর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় (আবাসিক) (দক্ষিণ ২৪ পরগনা) এবং
শিরীন আলম, শিলিগুড়ি গার্লস হাই স্কুল (দার্জিলিং)।

৪৮৮ পেয়ে নবম হয়েছেন আমজাদ হোসেন, প্রেমেরডাঙ্গা দেওয়ান বর্মন হাই স্কুল (কোচবিহার)।

৪৮৭ পেয়ে রাজ্যে দশম হয়েছেন শেখ সইফ উদ্দিন আহমেদ, কালিন্দি ইউনিয়ন হাই স্কুল (পূর্ব মেদিনীপুর) এবং শেখ আব্দুল রজ্জাক, হারমাসরা হাই স্কুল (বাঁকুড়া)।

 

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও