ইউক্রেনীয় গোলায় ক্ষতিগ্রস্ত রাজপথ ও বাড়িঘর। গতকাল রাশিয়ার মূল ভূখণ্ডের বেলগোরোদের শেবেকিনো শহরে
ইউক্রেনীয় গোলায় ক্ষতিগ্রস্ত রাজপথ ও বাড়িঘর। গতকাল রাশিয়ার মূল ভূখণ্ডের বেলগোরোদের শেবেকিনো শহরেছবি: রয়টার্স
রাশিয়ার মূল ভূখণ্ডের একটি শহরে ইউক্রেন গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে মস্কো। এ নিয়ে চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার ঘটনা ঘটল। একই সঙ্গে গতকাল বুধবার রাশিয়ার দুটি তেল শোধনাগারে ড্রোন হামলারও খবর দিয়েছেন রুশ কর্মকর্তারা। অন্যদিকে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্কে গোলাবর্ষণে নিহত হয়েছেন পাঁচজন।
এসব হামলার বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। চলতি সপ্তাহে রাশিয়া ও ইউক্রেন উভয়ে দেশ দুটির রাজধানীতে হামলা চালিয়ে ত্রাসের সৃষ্টি করেছে। এমন সময় এসব হামলার ঘটনা ঘটছে, যখন রুশ বাহিনীর ওপর পাল্টা হামলার প্রস্তুতি প্রায় গুছিয়ে আনার কথা বলছে কিয়েভ।
১৫ মাস আগে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে গত মঙ্গলবার দ্বিতীয়বারের মতো মস্কোয় সরাসরি হামলার ঘটনা ঘটেছে। যদিও কিছুদিন পরপরই রাশিয়ার জ্বালানি ও সামরিক স্থাপনায় হামলা হচ্ছে।
বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্লাদকভ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, রাশিয়ার শহর শেবেকিনোতে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়স্থলের কেন্দ্রে গোলা ছুড়েছে ইউক্রেনের বাহিনী। সেখানে বেসামরিক প্রবীণ ব্যক্তি ও শিশুরা ছিল। এতে একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
গ্লাদকভ আরও বলেন, হামলায় আহত চারজনের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাবর্ষণে একটি অ্যাপার্টমেন্ট ভবন, চারটি বাড়ি ও একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত সোমবার গ্লাদকভ জানিয়েছিলেন, শহরটির দুটি শিল্প স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। গত শনিবার শহরে প্রবেশের চেষ্টাকালে তিনি গোলাবর্ষণের শিকার হন। ইউক্রেন সীমান্ত থেকে সাত কিলোমিটার দূরে শহরটির অবস্থান।
রাশিয়ার সঙ্গে একীভূত করা ইউক্রেনের চারটি অঞ্চলের একটি লুহানস্ক। ওই অঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স রকেট ব্যবহার করে কারপাতি গ্রামে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন। এতে পাঁচজন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।
গতকাল রাশিয়ার বৃহত্তম তেল রপ্তানি টার্মিনালের ৬৫-৮০ কিলোমিটার পূর্বে দুটি তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে রাশিয়ার কর্মকর্তারা এ জন্য তাৎক্ষণিক কাউকে দায়ী করেননি।
ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, দেশটির বাহিনীয় পূর্বাঞ্চলে গতকাল রাশিয়ার ২২টি হামলা রুখে দিয়েছে। ইউক্রেনের যুদ্ধবিমানগুলো রাশিয়ার সেনা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ১১ দফা হামলা চালিয়েছে। তবে এসব বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। প্রথম আলো