মসজিদের পাশে পৃথিবীর সব থেকে দামী প্রজাতির আম, আড়াই লাখ টাকা কেজি দরে বিক্রি হল বীরভূমে!

 

ত্রিশ নয়, পঞ্চাশ নয়, একশো নয়,
এক কেজি আমের দাম আড়াই লক্ষ টাকা!
পৃথিবীর সবচেয়ে দামি প্রজাতির আমের মধ্যে একটি অন্যতম আম জাপানের মিয়াজ়াকি। সেই আমই গাছে ধরেছে বীরভূমের দুবরাজপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি মসজিদ লাগোয়া জমিতে। জানা গেছে, আড়াই লাখ টাকা কেজি দরে ওজন করে একটি আম বিক্রি হল ১০ হাজার ৬০০ টাকায়। নিলামে আমটি কিনলেন কাপড় ব্যবসায়ী মির্জা ইজাজ বেগ ওরফে পপিন। ইজাজ জানান, ‘‘আন্তর্জাতিক বাজারে এক লক্ষ টাকা কেজি দরে এই আম বিক্রি হয়। আগে খাব। তবে এখান থেকে নতুন একটা আমগাছ চাই।’’

খবরে প্রকাশ, এই দামি প্রজাতির আম ধরেছে মোট ৮টি। তবে মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয়, এর নিলাম ডাকা হবে। শুক্রবার নিলামে ১০ হাজার ৬০০ টাকা দিয়ে একটি আম কেনেন ইজাজ।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও