বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের নেতৃত্ব। রবিবার রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসানের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনস্থল পরিদর্শন করেন। সেখানে আহত ও নিহতদের পরিবারের সঙ্গে তারা কথা বলেন। স্থানীয় হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের সঙ্গে তারা কথা বলে পাশে থাকার আশ্বাস দেন।
ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান এদিন বলেন, খুব দুঃখজক ঘটনা। এই কঠিন অবস্থায় দলের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়াতে এসেছি। আমরা এই মর্মান্তিক ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত দাবী করছি। কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারেনা, দল রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করছে।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের মর্যদার সঙ্গে ঘরে ফেরানোর যাবতীয় দায়িত্ব সরকারকে নিতে হবে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সব খরচ সরকারকেই করতে হবে। ভবিষতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য সুরক্ষা কবচ নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় সভাপতি ড: এস কিউ আর ইলিয়াস রেল মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।