কথা দিয়েছিলেন, তাই কথা রাখলেন। বিধানসভা ভোটের প্রতিশ্রুতি মেনে আগামী রবিবার থেকে কর্নাটকের মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করতে চলেছে কর্নাটকের কংগ্রেস সরকার। সূত্রের খবর, কর্নাটকের যে সমস্ত সরকারি বাসে এই সুবিধা পাওয়া যাবে, তার একটিতে নিজে থাকবেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শুধু তা-ই নয়, বাসের কন্ডাক্টর হয়ে মহিলা যাত্রীদের হাতে বিনামূল্যের টিকিটও তুলে দেবেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী।