ভোট ঘিরে অভিযোগ থাকলে এই নম্বরে জানান রাজ্যপালকে

 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে কোনও রকম হিংসা বরদাস্ত করা হবে না বলে আগেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ বার রাজভবনে ‘শান্তিকক্ষ’ (পিস রুম) খোলার ঘোষণা করলেন রাজ্যপাল। শনিবার রাতে এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজভন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোট সংক্রান্ত অশান্তি ঠেকাতে রাজভবনে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ পেয়ে রাজ্যপালের তরফে জানানো হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে। তারা সেই মতো উপযুক্ত ব্যবস্থা নেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন এবং [email protected] এই আইডিতে মেল করে যাবতীয় অভিযোগ জানানো যাবে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও