অধিকৃত পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ ছাড়া আরো প্রায় ২৯ জন আহত হয়েছে। সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘জেনিনের ওপর চলমান (ইসরায়েলি) আগ্রাসনের ফলে দুইজন শহীদ এবং ২৯ জন আহত হয়েছে।’
জেনিনের ডেপুটি গভর্নর কামাল আবু আল-রুব এএফপিকে বলেন, ‘ইসরায়েলি বাহিনী ভোর ৪টার দিকে অভিযান শুরু করে।
সেনাবাহিনী (জেনিন শরণার্থী) শিবির এবং ফজরের নামাজের পর শহরে প্রচুর ব্যাপক আক্রমণ চালিয়েছে। সেখানে প্রচুর গুলিবর্ষণের ঘটনা ঘটে।’
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের শহরে অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি। জেনিনের অবস্থানরত এএফপির একজন ফটোগ্রাফার নিশ্চিত করেছেন, সকাল ৮.৪০পর্যন্ত এ লড়াই চলেছে।
এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াফা নিউজ এজেন্সি অনুসারে সোমবার ভোরে অভিযান শুরু হয়। ইসরায়েলি সৈন্যরা শিবিরে গুলি, গ্রেনেড এবং বিষাক্ত গ্যাস নিক্ষেপ করে।
প্রতিবেদনে আরো বলা হয়, নিহত ফিলিস্তিনিদের মধ্যে একজন নাবালক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের শনাক্ত করেছে খালেদ দারবিশ (২১), কাসাম সারিয়া (১৯) এবং আহমেদ সাকার (১৫)।
ইসরায়েলি সামরিক বাহিনী এখনও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদিও ইসরায়েলি মিডিয়া বলছে, ইসরায়েলি সেনারা আহত হয়েছে।
সানাদ এজেন্সির যাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ইসরায়েলি হেলিকপ্টার ক্যাম্পে রকেট হামলা করছে এবং ওপরে নজরদারি বিমান ঘোরাফেরা করছে।
ইসরায়েল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে পশ্চিম তীর দখল করে এবং তাদের বাহিনী নিয়মিতভাবে ফিলিস্তিনি শহরগুলোতে অনুপ্রবেশ শুরু করে। যা নামমাত্র রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।
সরকারি সূত্র থেকে সংকলিত এএফপি-এর তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে ইসরায়েল-ফিলিস্তিনি সহিংসতায় কমপক্ষে ১৬১ ফিলিস্তিনি, ২১ ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে।
সূত্র : আল জাজিরা,এএফপি, এনডিটিভি