চীনের রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৩১

 

চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরো সাতজন চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (২১ জুন) রাতে নিংজিয়া অঞ্চলের ইনচুয়ানে এ ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এ ঘটনার পর প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্ট স্থানগুলোতে কঠোর নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।

বিস্ফোরণটি তরল পেট্রোলিয়াম গ্যাস ট্যাংক লিক হওয়ার কারণে হয়েছে বলেও সিনহুয়ার খবরে বলা হয়।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক পদক্ষেপ নিতে বলেছেন।
নিরাপত্তা-সংক্রান্ত ব্যবস্থাপনার উন্নতির জন্য বছরের পর বছর চেষ্টা করা সত্ত্বেও গ্যাস ও রাসায়নিক বিস্ফোরণের কারণে চীনে এ ধরনের দুর্ঘটনা অস্বাভাবিক নয়। ২০১৫ সালে উত্তরের বন্দর শহর তিয়ানজিনে ধারাবাহিক বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়েছিল।
সূত্র : রয়টার্স

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও