বিশ্বজিৎ রায়, করিমপুর, নদীয়া:
সমাজ সেবায় বিশেষ নজির গড়ে তুলেছে সাহায্যের আলো স্বেচ্ছাসেবী সংস্থা। মাত্র দুমাস আগে এই সংস্থার জন্ম হয়। ইতিমধ্যে এই সংস্থা প্রায় ৩০০ জন ব্যক্তিকে অর্থাৎ মুমূর্ষু রোগীকে রক্তদানের মাধ্যমে তাদের জীবন ফিরিয়ে দিয়েছে। প্রায় প্রতিদিনই চলছে এই ধরনের কর্মসূচি। আজ অর্থাৎ ২৩ শে জুন ২০২৩, এই সংস্থার পক্ষ থেকে বেশ কিছু মুমূর্ষু রোগীকে রক্ত দেওয়া হয়। সংস্থার সভাপতি হিরো আনসারী আমাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, সাধারণ মানুষ এগিয়ে আসছে তাদের সাহায্য করার জন্য। অর্থাৎ কারো রক্তের প্রয়োজন হলে সাধারণ মানুষ এই সংস্থার হাত ধরে সেইসব রোগীদের পাশে দাঁড়াতে চান।