দাঙ্গা-সহিংসতা বন্ধ করে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের গুলিতে নিহত আলজেরিয়ান বংশোদ্ভূত মুসলিম কিশোর নাহেল এমের দাদি নাদিয়া বেগম।
তিনি বলেন, নাহেলকে হত্যার প্রতিবাদে দেশজুড়ে যারা বিক্ষোভ করছো, তোমরা এবার বিক্ষোভ বন্ধ করো। লুটপাট, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ থেকে বিরত থাক।
টানা পাঁচ দিন বিক্ষোভের পর স্থানীয় বিএফএম টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
নানি নাদিয়া বেগম বলেন, আমরা চাই এবার তোমরা শান্ত হও। নাহেল নিহত হয়েছে। নিহত হয়েছে আমার আদরের মেয়ে। তারা আমার মেয়ে ও নাতি থেকে আমাকে বঞ্চিত করেছে। এর দায়ভার আমি সকল পুলিশ সদস্যকে দিতে চাই না। বাকি আমি বিশ্বাস করি, যে আমার নাতিকে হত্যা করেছে, এক দিন তাকে এর চড়ামূল্য দিতে হবে।
উল্লেখ্য, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে যে এখন পর্যন্ত কমপক্ষে ৪৫ জন পুলিশ আহত হয়েছে। আর বিক্ষোভের পঞ্চম রাতে গ্রেফতার হয়েছে ৭১৯ জন বিক্ষোভকারী।
মন্ত্রণালয়টি আরো জানিয়েছে, এ পর্যন্ত ৮৭১টি স্থানে অগ্নিসংযোগ করা হয়েছে। পোড়ানো হয়েছে ৫৭৭টি গাড়ি। আগুন দেয়া হয়েছে ৭৪টি স্থাপনায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪৫ হাজার পুলিশ নামানো হয়েছে। সরবরাহ করা হয়েছে হাজার হাজার ফায়ার সার্ভিক কর্মী। এর মধ্যে কেবল প্যারিসেই রয়েছে সাত হাজার ফায়ার সার্ভিস কমী। এছাড়া মার্সেই, লিয়নসহ অন্যান্য অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
গত মঙ্গলবার ফ্রান্সের নানতেরেতে গাড়ির ভেতর নাহেল এম নামের ১৭ বছর বয়সী ওই কিশোরকে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা। এতে তার মৃত্যু হলে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সূত্র : আল জাজিরা