ট্যাঙ্কের সংখ্যার দিক থেকে প্রথমবারের মতো রাশিয়াকে ছাড়িয়ে গেছে ইউক্রেন। ইউক্রেনের ট্যাঙ্ক-বহর ক্রমাগত বৃদ্ধি পেলেও কমছে রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যানুযায়ী ইউক্রেনে বর্তমানে সক্রিয় ট্যাঙ্কের সংখ্যা প্রায় ১,৫০০টি। আর রাশিয়ার রয়েছে ১৪০০টি। ব্লুমবার্গের শনিবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুদ্ধ শুরুর সময় রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা ছিল ৩ হাজার ৪১৭টি। ইউক্রেনের ছিল ৯৮৭টি। সামরিক সরঞ্জামের তালিকা পর্যবেক্ষণকারী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ থিঙ্ক ট্যাঙ্কের একটি বার্ষিক প্রতিবেদন ‘মিলিটারি ব্যালেন্স-২০২৩’ এ তথ্যটি জানানো হয়।
‘কিয়েল ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড ইকোনমি’ জানায়, যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন দেশ থেকে ইউক্রেন অতিরিক্ত ট্যাঙ্ক পেয়েছে ৪৭১টি। আরও ২৮৬টি ট্যাঙ্ক পাওয়ার কথা রয়েছে দেশটির।
ওপেন-সোর্স আউটলেট ওরিক্সের তথ্যানুযায়ী, ইউক্রেন যুদ্ধকালীন ট্যাঙ্ক হারিয়েছে ৫৫৮টি। দখল করেছে ৫৪৬টি। যুদ্ধে রাশিয়া ২ হাজার ৯১টি ট্যাঙ্ক হারিয়েছে বলে অনুমান করছে সংস্থাটি। যদিও এসব অনুমান পুরোপুরি সঠিক কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ শুধু ধ্বংস হয়ে যাওয়া যেসব ট্যাঙ্কের ছবি অথবা ভিডিও পাওয়া গেছে তার ওপর নির্ভর করে ট্যাঙ্ক হারানোর সংখ্যা অনুমান করা হয়েছে।
কাগজে-কলমে ১২ হাজারেরও বেশি ট্যাঙ্ক রয়েছে রাশিয়ায়। যার মধ্যে অনেক ট্যাঙ্কই ব্যবহারের অযোগ্য বলে মনে করা হয়। ইন্টারনেট