ভাঙড়ে পুলিশ এবং আইএসএফের সংঘর্ষ!

 

পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের রাতেও অশান্তি ভাঙড়ে। এ বার পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ালেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে বোমা নিয়ে হামলা করেন কয়েক জন আইএসএফ কর্মী। গন্ডগোলে পুলিশের পদস্থ কর্তা আহত হয়েছেন বলে খবর। পাশাপাশি আইএসএফের কয়েক জন কর্মীও জখম হয়েছেন বলে জানা যাচ্ছে।
জনা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার পর থেকে একের পর এক বোমা বিস্ফোরণে আতঙ্কিত ভাঙড়ের গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটায় । এছাড়া পুলিশ রাবার বুলেটও চালিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

খবরে প্রকাশ,১৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে ভাঙড়ে। তার মধ্যে তৃণমূলের দখলে এসেছে ১৮টি। আইএসএফ এবং জমিরক্ষা কমিটির জোট পেয়েছে একটি মাত্র পঞ্চায়েত।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও