পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যে প্রাণ হারিয়েছেন ৪৭ জন, বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম-দলিত, দেখুন কিছু তালিকা

২০২৩ পঞ্চায়েত নির্বাচনে মুড়ি মুড়কির মতো গুলি, বোমা পড়েছে। পরপর মৃত্যু হয়েছে। আহত শতশত। বহু বাড়ি ভাঙচুর করেছে। ক্ষতিগ্রস্তদের বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম, দলিত। ভোট লুট দেখে, হিংসা দেখে পুলিশ প্রশাসন, সরকার সবাই নীরব থেকেছে। এমনটাই অভিযোগ বিরোধীদের।

ভোট হিংসায় যারা মারা গেছেন:

১. মনসুর আলম, সিপিআইএম (চোপড়া, উত্তর দিনাজপুর)
২. মইনউদ্দিন, আই এস এফ (ভাঙ্গড়, দক্ষিন চব্বিশ পরগনা)
৩. রশিদ মোল্লা , তৃণমুল কংগ্রেস (জীবনতলা, দক্ষিন চব্বিশ পরগনা)
৪. মোজাম্মেল হক (৪২), তৃণমূল কংগ্রেস (হজবিবিডাঙা, মুর্শিদাবাদ)
৫. ফুলচাঁদ শেখ, কংগ্রেস (খড়গ্রাম থামার রতনপুর, মুর্শিদাবাদ)
৬. অরবিন্দ মণ্ডল, কংগ্রেস, (মুর্শিদাবাদ)
৭.সমীর বর্মনের (৩৪), তৃণমুল কংগ্রেস( তপন,
দক্ষিণ দিনাজপুর)
৮. আলফাজ হালদার (৪২), কংগ্রেস (কুলপি, দক্ষিণ গাজিপুর পঞ্চায়েতের দৌলতপুর গ্রাম)
৯. বঙ্কিম হাঁসদা, বিজেপি (পুরুলিয়া, মানবাজার-২)
১০. পরিতোষ মণ্ডল, তৃণমুল কংগ্রেস( হারোয়ার, শালিপুর)
১১. জিয়ারুল মোল্লা, তৃণমুল কংগ্রেস (বাসন্তী)
১২. দীপক সামন্ত, বিজেপি (পশ্চিম মেদিনীপুর)
১৩. ধনঞ্জয় চৌবে, তৃণমুল কংগ্রেস (পুরুলিয়া, আদ্রা)
১৪. শম্ভু দাস, বিজেপি ( কোচবিহার, দিনহাটা ২,টিয়াদহ )
১৫. মোস্তফা শেখ, তৃণমুল কংগ্রেস (মালদহ, সুজাপুর)
১৬. রাজু নস্কর, তৃণমুল কংগ্রেস (লেদার কমপ্লেক্স,হাটগাছা, কলকাতা)
১৭. শুকুর আলি, সিপিআইএম (নদীয়া, কৃষ্ণনগর কোতোয়ালি থানার ভালুকা)
১৮. মইদুল শেখ, তৃণমুল কংগ্রেস (মুর্শিদাবাদ,জঙ্গিপুর,বাজিতপুর)
১৯. ইয়াসিন শেখ, তৃণমুল কংগ্রেস (মুর্শিদাবাদ, রেজিনগর নাজিরপুর)
২০. বাবর আলি, তৃণমূল কংগ্রেস (মুর্শিদাবাদ, বেলডাঙা, কাপাসডাঙা ষষ্ঠীতলা)
২১. সাবিরুদ্দিন শেখ , তৃণমুল কংগ্রেস (মুর্শিদাবাদ, খড়গ্রাম)
২২. মাধব বিশ্বাস, বিজেপি ( কোচবিহার, ফলিমারি)
২৩. আনিসুল ওস্তাগর, তৃণমূল কংগ্রেস (বাসন্তী)
২৪. রওশন আলি, বামফ্রন্ট (মুর্শিদাবাদ, লালগোলা)
২৫. গৌতম রায়, তৃণমুল কংগ্রেস ( কাটোয়া,
২৬. হামজাদ আলী হালসানা, তৃণমুল কংগ্রেস
২৭. মহম্মদ শাহেনশা, তৃণমুল কংগ্রেস (চাকুলিয়া)
২৮. রাজেশ শেখ, কংগ্রেস (মুর্শিদাবাদ, সাগরদিঘি)
২৯. মফিজউদ্দিন শেখ, তৃণমুল কংগ্রেস ( চাঁচল, মালদা)
৩০. ফটিকুল হক(২৪), কংগ্রেস (মালদা,
রতুয়া, রামপুর)
৩১. হাসান আলি(২৬)ISF, (ভাঙ্গড়, কলাডাঙা)
৩২. রাজু মোল্লা,(৩৫),( ভাঙড়)

৩৩. নাম অজানা, বনগাঁর কালোপুর গ্রাম পঞ্চায়েতে ধর্মপুর বিলের মাঠ

৩৪. নাম অজানা, মুর্শিদাবাদ

৩৫. নাম অজানা, ৭ জুলাই বনগাঁয় মৃত ১
৩৬. নাম অজানা, ৪ জুলাই উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার শোয়াইসেতপুরে মৃত্যু ১৭ বছরের তৃণমূল সমর্থকের
৩৭. নাম অজানা, কোচবিহারের দিনহাটায় এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। ভোটের লাইনে দাঁড়ানো অবস্থায় তাঁর ওপর হামলা হয়েছে।
৩৮. লালগোলাতে এক বাম কর্মীর মৃত্যু হয় দুষ্কৃতীদের হামলায়।

৩৯. হেমতাবাদ থেকে উদ্ধার হয় এক তৃণমূল কর্মীর মৃতদেহ।
৪০. হাজি লিয়াকত আলি (৬২), কংগ্রেস (মুর্শিদাবাদ, নওদা,গঙ্গাধরী)

বিভিন্ন মিডিয়ার প্রাপ্ত খবর অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনে এ পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে। মিডিয়া থেকে নিহতদের যেসব নাম পাওয়া গেছে তার একটা তালিকা দেওয়ার চেষ্টা হয়েছে। অনেকের নাম, ঠিকানা পরিচয় পাওয়া যায়নি।

 

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও