২০২৪ লোকসভা ভোটে বিজেপিকে হারাতে বিহারের পটনায় প্রথম বৈঠক হয়েছে। সোমবার বেঙ্গালুরুতে শুরু হয়েছে বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠক। চলবে মঙ্গলার পর্যন্ত। বিরোধীদের এই বৈঠককে কটাক্ষ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বলেন, “বিরোধীদের এই বৈঠক দুর্নীতিগ্রস্তদের সমাবেশ। কোনও মনোস্থিরতা নেই তাদের।” তাঁর দাবি, বিরোধীদের কোনও মুখ নেই। নীতিও নেই।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, “বেঙ্গালুরুতে বিরোধীদের এই বৈঠক ফোটোসেশন ছাড়া কিছুই নয়। এই জোট তৈরিই হয়েছে রাজনৈতিক স্বার্থপরতার উপর ভিত্তি করে।”
তার মন্তব্য, “এখনও পর্যন্ত বিরোধীরা তাদের নেতা নির্বাচিত করে উঠতে পারেনি। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হয়নি। কোনও নীতি নেই, কোনও মনোস্থিরতা নেই, কোনও কর্মসূচিও নেই। যখন হবে তখন আমরা কথা বলব। আমরা অন্যের দুর্বলতা দেখে ভোটে লড়তে যাই না। আমরা নিজেরা কোনও সমস্যায় পড়লে, নিজের দুর্বলতা খুঁজে নিয়ে তা শুধরে নেওয়ার চেষ্টা করি। এটাই আমাদের আদর্শ।”