পশ্চিমবঙ্গে আরও এক মাস কেন্দ্রীয় বাহিনী রাখা যায় কি না শুক্রবার কেন্দ্রীয় সরকারকে বিবেচনা করে দেখতে বলল কলকাতা হাই কোর্ট। আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এদিন কোর্টে বলেন, রাজ্যে বিভিন্ন জায়গায় সন্ত্রাস অব্যাহত রয়েছে, তাই কেন্দ্রীয় বাহিনী চলে গেলে সমস্যা হবে।
এরপর হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ভোটের ফল প্রকাশের পরে প্রথম ১০ দিনের জন্য কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আরও রাখতে হলে কেন্দ্রের মতামত নিতে হবে। তারাই সিদ্ধান্ত নিক। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন বাহিনী রাখা নিয়ে অবস্থান জানাবে কেন্দ্র।