পঞ্চায়েত ভোটে অশান্তি, আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে রাজ্যে

 

 

 

কোর্টের নির্দেশ সত্বেও নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনী সব বুথে ছিল না। তারপর হিংসার ঘটনা বাড়তেই থাকে। কিন্তু পঞ্চায়েত ভোটের পর বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখার নির্দেশ মানে নির্বাচন কমিশন। এবার সেই মেয়াদ শেষ হতেই হাইকোর্টে মামলা হয়। কোর্টে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই প্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চের নির্দেশ, এই ১০ দিনে কোথাও কোনও অশান্তি হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হবে।

রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে হাই কোর্টের তরফে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বৃদ্ধি করার বিষয়টি কেন্দ্রকে বিবেচনা করে দেখতে বলা হয়েছিল। আরও এক মাস বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখা যায় কি না, কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল হাই কোর্ট। সেই মামলাতেই কেন্দ্র জানিয়েছে, আরও ১০ দিন রাজ্যে বাহিনী থাকবে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও