লোকসভায় পেশ হল নতুন সংশোধনী বিল। শুধুমাত্র জন্ম শংসাপত্রের ভিত্তিতেই ভর্তি হওয়া যাবে যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে, সংগ্রহ করা যাবে ড্রাইভিং লাইসেন্স, নাম অন্তর্ভুক্ত করা যাবে ভোটার তালিকায়, মিলবে আধার কার্ড, নিবন্ধীভুক্ত করা যাবে বিয়েকে, পাওয়া যাবে সরকারির চাকরির নিয়োগ পত্র। এই ব্যবস্থা চালু করার জন্য ১৯৬৯ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ আইন সংশোধনে বিল পেশ করল কেন্দ্রীয় সরকার। বুধবার লোকসভায় বিলটি পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি বলেন, চালু হওয়ার পর থেকে এই আইনটি সংশোধন করা হয়নি। কিন্তু ইতিমধ্যে সমাজে অনেক পরিবর্তন হয়েছে, প্রযুক্তিরও অগ্রগতি ঘটেছে। আইনটিকে পরিবর্তিত পরিস্থিতিতে আরও নাগরিক-বান্ধব করে তুলতেই এই সংশোধনী আনা হলো। বিলটি আইনে পরিণত হলে জন্ম ও মৃত্যুর ডিজিটাল নিবন্ধীকরণ এবং শংসাপত্রের ইলেকট্রনিক ডেলিভারি বা বৈদ্যুতিন বণ্টনের ব্যবস্থা হবে। তাকে কাজে লাগিয়ে কেন্দ্র ও রাজ্য স্তরে নিবন্ধীভুক্ত জন্ম ও মৃত্যুর তালিকা তৈরি করা যাবে সহজে।