ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোশাদের সাবেক প্রধান তামির পারদো বৃহস্পতিবার বলেছেন, তার দেশের সরকার এমন চরমপন্থী গ্রুপগুলোর কব্জায় রয়েছে, যারা শ্বেতাঙ্গ বর্ণবাদী সংগঠন কু ক্লাক্স ক্লানের চেয়ে ’অনেক বেশি জঘন্য।’
তিনি বলেন, ইতামার বেন গভির এবং বেজালেল স্মট্রিচের মতো বর্তমান সরকারের মন্ত্রীরা ’ভয়ঙ্কর বর্ণবাদী দলের’ প্রতিনিধিত্ব করেন এবং তারা যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী কু ক্লাক্স ক্লানের চেয়ে ‘অনেক বেশি জঘন্য।’
উল্লেখ্য পারদো ২০১১-২০১৬ পর্যন্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমলে মোশাদের প্রধান ছিলেন। তিনি বলেন, বেন গভির, স্মট্রিচের মতো রাজনীতিবিদদের কোয়ালিশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নেতানিয়াহু ইসরাইলকে ‘কু ক্লাক্স ক্লানের সমতুল্য’ করে ফেলেছেন।
সাবেক এই গোয়েন্দাপ্রধান বলেন, ‘নেতা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী বর্তমানের পথ ত্যাগ না করলে এমন অনেক কিছু ঘটবে, যা আগে কখনো ঘটেনি।’
তার এই মন্তব্য হিব্রু মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। বিচার বিভাগের সংস্কারের নামে নেতানিয়াহুর গ্রহণ করা পদক্ষেপের বিরুদ্ধে ইসরাইলজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে তিনি এই মন্তব্য করলেন।
তিনি বলেন, বর্তমানে ইসরাইলি পার্লামেন্টে ফিলিস্তিনিবিরোধী অনেক আইন প্রণয়ন করা হয়েছে। এসব আইন অন্য দেশে ইহুদিদের টার্গেট করে প্রণীত হলে সেগুলো বিবেচিত হতো অ্যান্টিসেমিটিক হিসেবে।
সূত্র : মিডল ইস্ট আই