অভিষেকের বিদেশ পালানোয় স্পষ্ট দিদি-মোদীর সেটিং, বললেন সুজন চক্রবর্তী

 

‘‘অভিষেক ব্যানার্জি গোপনে গোপনে দেশ ছেড়ে পালিয়ে গেল, কেউ টের পেল না? আমরা বলছি, সোনা পাচার, বালি পাচার, কয়লা পাচারের টাকার ভাগাভাগির হিসেব করতে বিদেশে গিয়েছেন তিনি।’’ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের সাংবাদিক সম্মেলন থেকে এমনই অভিযোগ করলেন সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

এদিন চক্রবর্তী বলেছেন, ‘‘ভারতের মানুষ, বাংলার মানুষ বুঝে গিয়েছে মোদী-দিদি সেটিং আছে। সেই কারণেই আদালতের রক্ষাকবচ না পেলেও ইডি’র রক্ষাকবচ পেয়ে বিদেশে পালিয়েছেন।’’

প্রসঙ্গত, চিকিৎসার জন্য সস্ত্রীক বিদেশ যাত্রার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ‘ভাইপো’ সাংসদ অভিষেক ব্যানার্জি। আদালত এই বিষয়ে ইডি’র বক্তব্য জানতে চায়। ইডি জানায়, তদন্ত চলছে। আগামী সোমবার অবধি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনও ‘কড়া’ পদক্ষেপ নেওয়া হবেনা।

সূত্রের খবর, এরইমাঝে কেন্দ্রীয় এই সংস্থার তরফে অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা ব্যানার্জির বিরুদ্ধে থাকা লুক-আউট নোটিশ প্রত্যাহার করে নেয়। সেই ‘সুযোগে’ বিদেশে উড়ে গিয়েছেন অভিষেক ব্যানার্জি এবং তাঁর স্ত্রী।

এই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেছেন, ‘‘শোনা যাচ্ছে তিনি নাকি দুবাই যাচ্ছেন। গোপনে গোপনে প্লেনে চড়ে পালিয়ে গেলেন? অথচ সোমবার সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। কোর্টকে ফাঁকি দিয়ে, ইডি সিবিআই’র হয় চোখে ধুলো দিয়ে, না’হলে সম্মতি নিয়ে গোপনে দেশ ছেড়েছেন।অভিষেক চলে গেলেন, আর ইডি টের পেল না, সিবিআই টের পেল না? ইমিগ্রেশন টের পেল না? সাংবাদিকরাও কেউ কিছু টের পেল না? মিডিয়ায় যারা মোদীজীর ঘনিষ্ঠ তাঁরাও টের পেলেন না? মমতা ঘনিষ্ঠ মিডিয়া টের পেলেন না?

চক্রবর্তী আরও যোগ করেছেন, ‘‘ব্যর্থতা যেমন কেন্দ্রীয় এজেন্সির তেমন তো মিডিয়ারও। যার সামনে বাঁয়ে ডাইনে সবসময় লোক। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে কার্যত সাপ-লুডোর খেলা চলছে। এখান থেকেই স্পষ্ট হয়ে যায় সেটিংয়ের খেলা।’’
অপর একটি প্রশ্নের জবাবে সুজন চক্রবর্তী বলেন, ‘‘চার বছর হয়ে গেল, অভিষেক ব্যানার্জি আমাকে আইনজীবীর নোটিশ পাঠিয়েছিলেন মানহানি মামলার। সোনা পাচারের কথা বলেছিলাম বলে আমায় বলা হয়েছিল, হয় ক্ষমা চাইতে হবে, নয় আদালতে টেনে নিয়ে যাবে। আমি বলেছিলাম, পাচারকারীর আবার মানহানি কী! আমি আজও অপেক্ষায় আছি অভিষেক ব্যানার্জি আমায় কবে আদালতে টেনে নিয়ে যায়। চার-পাঁচবার মনে করিয়ে দিয়েছি যে আমার বিরুদ্ধে মামলার কী হলো? যিনি মামলা করেছিলেন তিনিই এখন বিদেশে পালিয়েছেন। পালিয়েই থাকতে হবে।’’

এদিন অভিষেক ব্যানার্জির বিদেশে পলায়ন নিয়ে সিপিআই(এম)’র তরফে প্রশ্ন তুলে বলা হয়েছে, ‘‘কোর্ট আর ইডি সাপ লুডো খেলছে। মানুষ সাপের মুখে আর ভাইপো চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠে পড়েছে। এজেন্সি যেন অন্ধ ধৃতরাষ্ট্র আর মিডিয়ার ব্রেকিং নিউজ হিরন্ময় নীরবতায়! দিল্লিতে কাদের সব ডেকে জরুরি মিটিং হল আর প্রচারসর্বস্ব ভাইপো সব চোখ, সব ক্যামেরা এড়িয়ে দুবাইয়ে!! এটাই কি তবে মিটিং থুড়ি সেটিংয়ের সার কথা ?’’
(সৌজন্যে: গণশক্তি)

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় গল্প

সর্বশেষ ভিডিও