পঞ্চায়েত ভোট থেকে একেরপর এক মন্তব্য করেছেন। এই মন্তব্য তৃণমুলকে অস্বস্তিতে ফেলেছে। এবার কি ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল?
নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন, ‘‘মুর্শিদাবাদ জেলার রেজিনগরে আমাদের দলের এক জন আছেন, যিনি মাঝেমধ্যেই হুঙ্কার দেন। গুন্ডামি করেন। আমাদের দলে থাকলেও কিন্তু তাঁর কাজকর্মকে সমর্থন করি না।’’
তবে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক গণমাধ্যমকে বলেন, ‘‘দলের প্রতীকে বিধায়ক হয়েছি। আর বিধায়ক হয়েছি বলেই বিধানসভার কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে। দল যদি কোনও ব্যবস্থা নিতে চায় তা হলে নিতেই পারে। কমিটির দায়িত্ব থেকেও সরাতে পারে। অন্য যে কোনও ধরনের ব্যবস্থা গ্রহণ করতেই পারে।’’