মৎস্যজীবীরা মাছ ধরতে পুকুরে জাল ফেলেছিলেন। মাছ নয় সেই জালে উঠল ব্যালট বাক্স। ঘটনা উত্তর দিনাজপুরে। ভোট শেষ হওয়ার ২৩ দিন পরে ব্যালট বক্স উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ছবি সোসাল মিডিয়ায় ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের বাজারগাঁও -১ গ্রাম পঞ্চায়েতের বেলুয়া বুথের পাশে একটা পুকুরে। খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার হওয়া ব্যালট বাক্সটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাক্সের গায়ে লেখা আছে কেডিআই-২৫ নম্বর বুথ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাক্সের গায়ে লেখা কেডিআই-২৫। এবিষয়ে করণদিঘী ব্লকের বিডিও কে ফোন করেও যোগাযোগ করা যায়নি।
সিপিআই (এম) জেলা সম্পাদক আনোয়ারুল হক বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের ভোটলুটের কলঙ্কিত ঘটনাকে প্রমাণিত করে রাজ্যের যত্রতত্র ব্যালট উদ্ধার চলছেই। ব্যালট বক্সও উদ্ধার হচ্ছে। করণদিঘী ব্লকে ভোটের সন্ত্রাস থেকে গণনা কেন্দ্রে চরম নৈরাজ্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানানো সত্বেও কমিশনের জেলা প্রশাসনের টনক নড়েনি। পঞ্চায়েত ভোটে যে ব্যাপক লুট ও জালিয়াতি হয়েছে ব্লক প্রশাসন ও পুলিশের উদ্যোগে, তার আরও একবার প্রমাণ মিলল। বাজারগাও এলাকায় আস্ত ব্যালট পেপার সহ ব্যালট বাক্স উদ্ধার খবরে ফের অভিযোগ জানানো হচ্ছে’’। (সৌজন্যে: গণশক্তি)